• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বাসাইলে গৃহহীন ২২ পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩  

টাঙ্গাইলের বাসাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের অংশ হিসেবে বাসাইলে আরও ২২টি ভূমিহীন পরিবার ঘর ও জমি পেলেন।

এ উপলক্ষে বুধবার (২২ মার্চ) সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান সাহাদত হোসেন খান,মহিলা ভাইচ চেয়ারম্যান মলি আক্তার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আরিফুন্নাহার রিতা, বাসাইল থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান,পৌরসভার প্যানেল মেয়র বাবুল আহমেদসহ ইউপি সকল চেয়ারম্যান বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মী এবং বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২২টি ভূমিহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও কাগজপত্র হস্তান্তর করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল