• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায়

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩  

টাঙ্গাইল পৌর এলাকার সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ উপলক্ষে ১৫৩তম মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ মার্চ) সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিয়াচান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক পৌর মেয়র ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জামিলুর রহমান মিরন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাগমারী সন্তোষ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম, মো. হেলাল উদ্দিন খান, সাজ্জাদ হোসেন মিন্টু ও নিপা দাস প্রমূখ।
অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত করা হয়। প্রথম পর্বে কোরআন তেলোয়াত, আলোচনা সভা ও পরে কৃতি ছাত্র/ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দুলাল রায় ও নাজনীন আক্তার। শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়, এতে দোয়া পাঠ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মো. এমদাদ হক খান। মিলাদ শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। উল্লেখ্য, এবার অত্র বিদ্যালয় হতে ২২৯জন শিক্ষার্থী এসএসসি পরিক্ষায় অংশগ্রহন করবেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল