• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতীতে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২২ মার্চ ২০২৩  

টাঙ্গাইলের কালিহাতীতে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে পাট ও উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২২ মার্চ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন।এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হানুল ইসলামসহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এক হাজার কৃষককে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার এবং ৭০০ জন কৃষককে ১ কেজি করে পাট বীজ বিতরণ করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল