• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

নাগরপুরে উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক সেমিনার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২২ মার্চ ২০২৩  

বর্তমান সরকারের উন্নয়ন জনসাধারনের মধ্যে পৌছে দেয়ার লক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় উন্নয়নে অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক সেমিনার, মুক্ত প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেন।


এতে প্রধান অতিথি হিসেবে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু উপস্থিত থেকে ৩টি ক্যাটাগরীতে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ আব্দুর রহিম সুজন, সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, ইউপি চেয়ারম্যানগন, বিভিন্ন স্কুল-কলেজের অধ্যক্ষ/প্রধান শিক্ষকসহ শিক্ষার্থীরা। এসময় ১শত ৬টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাবটপ প্রদান করেন এমপি টিটু।


উন্নয়নে অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানের শেষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন, “উন্নত নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প” এর আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরের পাট উৎপাদনকারী চাষীদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরন করেন স্থানীয় সংসদ সদস্য।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল