• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতীতে পাট চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ ও পাট বীজ বিতরণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২১ মার্চ ২০২৩  

“পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের” আওতায় নাবী পাট বীজ উৎপাদনকারী ও পাট উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ ও তালিকাভুক্ত পাট চাষীদের মাঝে বিনামূল্যে প্রত্যায়িত পাটবীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে ১০০ জন পাট চাষীদের নিয়ে ওই প্রশিক্ষণ তাদের মাঝে বীজ বিতরণ করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান, পাট পরিদর্শক রমেশ সূত্রধর, জহির রায়হান ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ফারুক হোসেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল