• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে ভূমি-গৃহহীণমুক্তসহ ২৩৮টি ঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২০ মার্চ ২০২৩  

টাঙ্গাইলে মুজিববর্ষ উপলক্ষে তিন ধাপে দুই হাজার ৯৬২ টি পরিবারের মাঝে জমিসহ পাকা দালান গৃহ ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে। সেখানের বাসিন্ধাদারে স্বাবলম্বী করতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্যান গাড়ি, সেলাই মেশিন বিতরণ ও মুদিদোকানসহ বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে। এতে বাসিন্দারা স্বাবলম্বী হচ্ছেন। অপর দিকে বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইলের তিন উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণাসহ ২৩৮ টি ঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে সোমবার দুপুরে প্রেসব্রিফিং করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবুল হাশেম, জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর নায়িান নুরেন প্রমুখ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল