• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সরিষা চাষে বৃদ্ধির লক্ষে ভূঞাপুরে কৃষকদের সাথে মাঠ দিবস অনুষ্ঠিত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩  

“কৃষিই সমৃদ্ধি” এ প্রতিপাদ্য সামনে নিয়ে ২০২২-২৩ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সরিষা (বারি সরিষা-১৪) চাষাবাদ বিষয়ক উৎসাহিত করার লক্ষে প্রায় শতাধিক কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মার্চ) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ফলদা ইউনিয়নের ফলদা পূর্বপাড়া কৃষক তুলা মিয়ার বাড়িতে মাঠ দিবসের আয়োজন করা হয়।

এসময় শিক্ষক আলহাজ্ব হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড. মো. হুমায়ূন কবীর। অতিথি ছিলেন- অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান, ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান মামুন, ভূঞাপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফরমান শেখ, সাংবাদিক কামরান পারভেজ ইভান প্রমূখ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল