• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

দেলদুয়ারে মাদক বিরোধী আলোচনা সভা ও শপথ বাক্য পাঠ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৭ মার্চ ২০২৩  

দেলদুয়ারে মাদক বিরোধী আলোচনা সভা ও দেলদুয়ারে শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদক বিরোধী আলোচনা সভা ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে সৈয়দ আব্দুল জব্বার সরকারি উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডাঃ এফআর খান পাইলট ইন্সটিটিউট ও সৈয়দ আব্দুল জব্বার সরকারি উচ্চ বিদ্যালয়ের ৪শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। উপস্থিত শিক্ষার্থীদের মাদক ও মিথ্যার বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান নব নিযুক্ত টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান, ভাইস চেয়ারম্যান এস.এম এহসানুল হক সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা আক্তার, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোদক, দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা, সৈয়দ আব্দুল জব্বার সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ সালমা, উপজেলা আ’লীগ সভাপতি মো. ফজলুল হক প্রমূখ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল