• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

গাড়ি উপহার পেলেও এতো খুশি হতাম না বললেন ডিসি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩  

নিরাপদ সবজি গ্রামে এসে খুশিতে আত্মহারা হয়ে পড়েছেন বলে সকলের উপস্থিতিতে জানালেন টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) জসীম উদ্দিন হায়দার। এসময় তিনি বলেন, কৃষক ভাইয়েরা আজ আমাকে যে সম্মান দিয়েছে, আমি গাড়ি উপহার পেলেও তাও-এত খুশি হতাম না। তাদের কাছ থেকে আমি সর্বোচ্চ সম্মান পেলাম। এ পর্যন্ত এমন সম্মান কেউ দেয়নি। এ সম্মান অজীবন আমার হৃদয়ে গেঁথে থাকবে।

সোমবার বিকালে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি কামারপাড়া (কুরুজতলা) গ্রামে কৃষক সমাবেশে চাষিদের কাছ থেকে বিভিন্ন নিরাপদ সবজি উপহার পেয়ে এভাবেই কথাগুলো বলেন তিনি।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইন। এসময় বক্তব্য দেন উপজেলা কৃষি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেলোয়ার হোসেন, কৃষক আনছার আলী, মো. মিজানুর রহমান, ছোহরাব আলী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমাদ, সহকারী কমিশনার (ভূমি) ফারাহ ফাতিহা তাকমিলা, ভাইস চেয়ারম্যান জেব উন নাহার লিনা, কৃষি সম্প্রসাধরণ কর্মকর্তা আজিজা আক্তার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক ও এলাকার সুধিজন।

এরআগে উপজেলা হলরুমে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, সুধী সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাধান, সাংবাদিকসহ বিভিন্ন জনের সাথে মতবিনিময় করেন। এছাড়াও; আশ্রয়ন প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ দিনব্যাপী পরিদর্শন করেন তিনি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল