• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

দেলদুয়ারে যুবক খুনের ঘটনায় ৮জনকে আসামী করে মামলা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৩  

টাঙ্গাইলের দেলদুয়ারে রাজমিস্ত্রি যুবক খুনের ঘটনায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।

শনিবার রায়হানের বাবা মো. আজাহার আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ওইদিন মাদক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে উপজেলার সদর ইউনিয়নের নলুয়া গ্রামের যুবক রায়হান পাথরাইল ইউনিয়নের পাথরাইল পশ্চিমপাড়া এলাকায় খুন হন।


গত শনিবার সকালে দেলদুয়ার থানা পুলিশ লাশটি উদ্ধার করা হয়। এর পরেই এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠে। তারা মাদক সম্রাজ্ঞী মর্জিনার দুই ছেলেসহ ৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং বাড়িতে অগ্নিসংযোগ করে। হত্যাকান্ডের ঘটনায় আটককৃত ৪জনই এ মামলার আসামি। আসামীরা হলেন- পাথরাইল পশ্চিমপাড়া গ্রামের মিয়াচানের ছেলে আব্দুর রশিদ (২৪) , সোহেল মিয়ার ছেলে স্বাধীন (২১), মর্জিনার ছেলে রাশেদ মিয়ার স্ত্রী লিজা আক্তার (২৫) ও মৃত আব্দুল খালেকের মেয়ে নূরীয়া (৫৫)।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা বলেন, ঘটনার দিনই ৪ জনকে আটক করা হয়েছিলো। আটককৃত ৪জনসহ অজ্ঞাত আরো ৪জন মোট ৮জন আসামি করে একটি হত্যা মামলা হযেছে। অজ্ঞাত আসামীদ্বয়কে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে আটক ৪আসামীর রিমান্ড আবেদন জানিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল