• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঘাটাইলে কুকুরকে বাঁচাতে গিয়ে অটোরিকশা চাপায় চা বিক্রেতার মৃত্যু

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩  

টাঙ্গাইলে ঘাটাইলে কুকুরকে বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে চাপা পড়ে খন্দকার ফরিদ (৫০) নামে এক চা-বিক্রেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শিশুসহ ৩ জন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার গুনগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদের বাড়ি উপজেলার চানতারা গ্রামে। তার বাবার নাম আব্দুর রউফ। আহতরা- উপজেলার লাউয়াগ্রামের গৃহবধূ নাসরিন আক্তার (৩৭), বেলদহ গ্রামের আরেক গৃহবধূ আনিতা (২০) এবং ৬ বছরের শিশু জিম। সে উপজেলার জামুরিয়া গ্রামের মুনছের আলীর মেয়ে। আহতরা সকলেই ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


পুলিশ ও স্থানীয়রা জানান, যাত্রী বোঝাই একটি অটোরিকশা উপজেলার চানতারা থেকে ঘাটাইল যাচ্ছিল। অটোরিকশাটি টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের গুনগ্রাম নামক স্থানে পৌঁছালে অটোরিকশার সামনে একটি কুকুর এসে পড়ে।


এসময় কুকুরটি বাঁচাতে গিয়ে অটোরিকশাটি পাকা সড়কে উল্টে যায়। এ ঘটনায় অটোরিকশার যাত্রী খন্দকার ফরিদ অটোরিকশার নীচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। শিশুসহ আহত হয় ৩ জন।


এ বিষয়টি সত্যতা নিশ্চিত করে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার এবং আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল