• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সখিপুরে বাল্যবিবাহ, যৌতুক, সাইভার অপরাধ প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৩  

টাঙ্গাইলের সখিপুরে বাল্যবিবাহ,যৌতুক,সাইভার অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হযেছে। ৬ ফেব্রুয়ারী (সোমবার) সকাল ১০টায় কাকড়াজান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সখিপুর উপজেলা প্রশাসনের আয়োজেনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকৌশলী ফারজানা আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল।

এ সময় আরো বক্তব্য রাখেন সখিপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাকিয়া সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ রুহুল আমীন মুকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, ১নং কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন প্রমুখ।


সমাবেশে ইউনিয়নের বিভিন্ন স্কুল ও কলেজ ও মাদ্রাসার প্রধানগণ,মুক্তিযোদ্ধাগণ,বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা এবং এলাকার জনসাধারণ এবং ইউনিয়ন পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।
সমাবেশে ইউ এন ও প্রকৌশলী ফারজানা আলম তাঁর বক্তব্যে বলেন,বাল্যবিবাহ,যৌতুক,সাইভার অপরাধ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং অভিভাবকদের আরও সচেতন হতে হবে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,বাল্য বিবাহ টাঙ্গাইল জেলার মধ্যে সখিপুর থানায়ই বেশি, তাই আমাদের জনসাধারণের সচেতনতাই পারে এটা রোধ করতে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল