• রোববার   ০২ এপ্রিল ২০২৩ ||

  • চৈত্র ১৮ ১৪২৯

  • || ১১ রমজান ১৪৪৪

আজকের টাঙ্গাইল

গোপালপুরে অবৈধ বালুবাহী ট্রাকের চাপায় শিশুর মৃত্যু

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৩  

টাঙ্গাইলের গোপালপুরে রেজিষ্ট্রেসনবিহীন (অবৈধ) বালুবাহী ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে রুবায়েত (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার দুপুরে হাদিরা ইউনিয়নের ল্যাংড়া বাজারস্থ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু কড়িয়াটা গ্রামের রিপন মিয়ার সন্তান। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানান, হাদিরা ইউনিয়ন পরিষদ থেকে ভাতা বিষয়ক কাজ শেষে প্রতিবন্ধী রিপন মিয়া তার শিশু সন্তানকে নিয়ে বাড়ী ফিরছিলেন। তারা ল্যাংড়া বাজারস্থ এলাকার প্রধান সড়ক পাড় হওয়ার সময় ভেঙ্গুলা বাজার থেকে ছেড়ে আসা রেজিষ্ট্রেশনবিহীন বালুবাহী একটি ট্রাক শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মিত্যু হয়।
তিনি আরও জানান, ট্রাকটির চালক আটক করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল