• রোববার   ০২ এপ্রিল ২০২৩ ||

  • চৈত্র ১৮ ১৪২৯

  • || ১১ রমজান ১৪৪৪

আজকের টাঙ্গাইল

দেলদুয়ারে অজ্ঞাত নারীর লাশের পরিচয় মিলেছে

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

টাঙ্গাইলের দেলদুয়ারে অজ্ঞাত নারীর লাশের পরিচয় মিলেছে। ৫০ বছর বয়সী সুবেজান রেগম নামের এ নারী ঢাকা জেলার ধামরাই উপজেলার ফোডনগর গ্রামের মৃত রমজান মোল্লার স্ত্রী। 

উল্লেখ্য গত শনিবার বিকেলে উপজেলার লাউহাটী ইউনিয়নের শশীনারা গ্রামের সাইফুল ইসলামের লেবু বাগান ও সরিষা ক্ষেতের মধ্যবর্তি ফাঁকা জায়গা থেকে লাশটি উদ্ধার করে দেলদুয়ার থানা পুলিশ। পরে লাশটির ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা জানান, মানসিক ভারসাম্যহীণ নারীর লাশের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়েছে। লাশের ছবি দেখে তার পরিবারের লোকজন তাকে শনাক্ত করে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল