• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সমগ্র বিশ্বে আত্মমর্যাদাশীল একটি জাতি : স্পিকার ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয় বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া বাংলা নববর্ষ উদযাপনে মানতে হবে ১৩ নির্দেশনা পদ্মাসেতুর নির্মাণশৈলী দেখে মুগ্ধ ভুটানের রাজা অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ দফা নির্দেশনা

দেলদুয়ারে প্রতিবন্ধী নারীকে ধর্ষন, ধর্ষক গ্রেফতার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩  

টাঙ্গাইলের দেলদুয়ারে ৩৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হয়েছে। এমন অভিযোগে দেলদুয়ার থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার ডুবাইল ইউনিয়নের বাথুলী গ্রামে ঘটেছে ঘটনাটি। মামলা সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে দশটার দিকে কুপাখী গ্রামের সরকারী ভাতা প্রাপ্ত প্রতিবন্ধী নারী ওষুধ আনতে বাথুলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যান। ওষুধ সংগ্রহ করে ফেরার পথে বাথুলী গ্রামে আব্দুর রশিদের বাড়ির নিকট পৌছলে ওই গ্রামের মৃত শুকুর মিয়ার ছেলে আব্দুল লতিফ মিয়া মুখ চেপে ধরে সড়কের পাশে লেবু বাগানে নিয়ে ধর্ষণ করে। বাড়ি গিয়ে ওই নারী তার মাকে ঘটনা খুলে বলেন। ওইদিন বিকেলে আব্দুল লতিফকে আসামী করে থানায় মামলা দায়ে করা হয়।


দেলদুয়ার থানার আফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা জানান, প্রতিবন্ধী নারীকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ধর্ষক আব্দুল লতিফকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল