• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঘাটাইলে ১টি ইটভাটা গুঁড়িয়ে দেওয়াহসহ ১৯ লাখ জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৩  

টাঙ্গাইলের ঘাটাইলে ইটভাটাগুলোতে অবৈধভাবে কাঠ পোড়ানো ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ছয়টি ইটভাটায় অভিযান চালিয়ে একটি ভাটা গুঁড়িয়ে দেওয়াসহ ১৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার দিন ব্যাপি ঘাটাইলের বিভিন্ন ইটভাটাগুলোতে এ অভিযান চালানো হয়।
টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জমীর উদ্দিন বলেন, জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা এর নেতৃত্বে উপজেলার মোট ছয়টি ইটের ভাটায় ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এ সময় উপজেলার চানতারা এলাকার লিটন ব্রিকস ৫ লাখ ও মদিনা ব্রিকসকে পাঁচ লাখ মোট দশ লাখ টাকা, ধোপাজানি এলাকার স্বদেশ ব্রিকস, কালিয়াগ্রাম এলাকার সততা ব্রিকস ও হরিপুর এলাকার মডার্ণ ব্রিকসকে দুই লাখ টাকা করে মোট ছয় লাখ এবং আন্দিপুর এলাকার কে.আর ব্রিকস গুঁড়িয়ে দেওয়াসহ তিন লাখ টাকা জরিমানা করা হয়।
টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জমীর উদ্দিন আরোও বলেন, ইট প্রস্তুত ও ইট ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৯ মেনে ইতিমধ্যেই ভাটা পরিচালনার জন্য মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে কিন্তু মালিকরা আইনের তোয়াক্কা না করে অবৈধভাবে ভাটাগুলো পরিচালনা করে আসছে। আইন না মেনে ইটপোড়ানো হলে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল