• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতীতে কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২২  

কালিহাতীতে ২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড ও উফশী জাতের ধানের বীজ ব্যবহারের মাধ্যমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিনামূল্যে বোরো ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শনিবার ৩ ডিসেম্বর সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা শিল্পকলা একাডেমীর সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।


এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান। আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মজিদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কালিহাতী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও কালিহাতী পৌরসভার কাউন্সিলর অজয় কুমার দে সরকার লিটন এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারহানা মামুন প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মজিদ জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৩০০ জন কৃষককে ৫ কেজি করে উফশী জাতের ধান বীজ, দশ কেজি করে ডিএপি সার ও দশ কেজি করে এমওপি সার এবং ৪ হাজার কৃষককে ২কেজি করে হাইব্রিড জাতের ধানের বীজ বিতরণ করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল