• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

দেলদুয়ারে বিএনপি’র ২০নেতার বিরুদ্ধে নাশকতা মামলা আটক-২

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২২  

টাঙ্গাইলের দেলদুয়ারে বিএনপি’র ২০ নেতার বিরুদ্ধে নাশকতার অভিযোগে বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।
বুধবার দেলদুয়ার থানার উপ-পরিদর্শক হুমায়ুন ফরিদ বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় ২ নেতাকে আটক করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই ফকরুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে দেলদুয়ার স্টেডিয়ামে বিএনপি’র নেতা-কর্মীরা জরো হয়ে নাশকতার পরিকল্পনা করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামী করা হয়েছে।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা জানান, নাশকতার উদ্দেশ্যে বিএনপি’র নেতা কর্মীরা উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সমবেত হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা একটি ককটেল ছুড়ে বিষ্ফোরন ঘটিয়ে পালানোর চেষ্টা করে।

এসময় ঘটনাস্থল থেকে ২জনকে আটক করা হয়েছে। সেই সঙ্গে অবিষ্ফরিত ৪টি ককটেল উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ফাজিলহাটি ইউপি’র সাবেক চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন ও উপজেলা বিএনপি’র আরেক সহ-সভাপতি খোরশেদ আলম বাদল।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল