• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বাসাইলে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২  

গ্রীন হাউজ গ্যাস নিরসন কমানোর লক্ষ্যে টাঙ্গাইলের বাসাইল পৌর এলাকায় সৌর বিদ্যুতায়িত সড়ক বাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। রবিবার ২৭ নভেম্বর দুপুরের দিকে এ প্রকল্পের শুভ উদ্বোধন করে ফলক উম্মোচন করেন পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ।

বাংলাদেশ জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে (বিসিসিটি) জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সৌর বিদ্যুতায়িত সড়ক বাতি স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রকল্প নির্মাণ করা হচ্ছে। দৃষ্টিনন্দন এসব সোলার সিস্টেম সড়ক বাতিগুলো পৌরসভার ৯টি ওয়ার্ডের সড়ক ও বাজারের মোড়ে মোড়ে শোভা পাবে। এজন্য প্রকল্পের ব্যয় ধরা হয়েছে দুই কোটি টাকা।


পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা রহিম আহমেদ বলেন, প্রকল্পটি চালু হলে সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে বাতিগুলো স্বয়ংক্রিয়ভাবে জ্বলে উঠবে। আবার সকালের আলোতে স্বয়ংক্রিয় ভাবে নিভে যাবে। রাতের বেলায় বিদ্যুৎ চলে গেলেও এসব সৌর সিস্টেমের সড়ক বাতিগুলো জ্বলতে থাকবে সার্বক্ষনিক। আশাকরি, প্রকল্পটি চালু হলে বিদ্যুতের ওপর চাপ কমবে এবং পৌরবাসী অনেক সুফল পাবে।

এসময় উপস্থিত ছিলেন বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, প্যানেল মেয়র বাবুল আহমেদ, আশিক খানশুর, পৌর সহকারী প্রকৌশলী আবিদ হাসান, কাউন্সিলর রফিকুল ইসলাম রিপন, হাফিজুর রহমান ভূইয়া, সাইফুল ইসলাম, জাকির হোসেন, এইচ এম এরশাদ আলম প্রমুখ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল