• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সখীপুরে নবসৃষ্টি শিক্ষা পরিবারের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২  

টাঙ্গাইলের সখীপুরে ঐতিহ্যবাহী নবসৃষ্টি শিক্ষা পরিবারের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ দিবস উপলক্ষে ১৯ নভেম্বর শনিবার সকাল ৯ টায় শোভাযাত্রার মধ্যে দিয়ে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। ১০টায় ৮ম শ্রেণির শিক্ষার্থীদের দোয়া মাহফিল বিকেল ৩ টা টায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আয়োজনে নৃত্য অনুষ্ঠান ও সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯টা পর্যন্ত বাংলাদেশ রেডিও টেলিভিশনের শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় বিদ্যালয় পরিচালন পর্ষদের সভাপতি নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আমিন শরিফ সুপন, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকিয়া জান্নাত বিথী, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক শাহীন আল মামুন,বিআরডিবি চেয়ারম্যান উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কেবিএম রুহুল আমীন, বিআরডিবি ভাইস চেয়ারম্যান, নবসৃষ্টি শিক্ষা পরিবারের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট্য সাংবাদিক এম সাইফুল ইসলাম শাফলু, খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবাব আলী সিকদার, নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিম, যাদবপুর-বেড়বাড়ী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল সিকদার, স্থানীয় ইউপি সদস্য আলতাফ হোসেন, সাবেক ইউপি সদস্য সৈয়দ আলী, ইউরেকা শিক্ষা পরিবারের পরিচালক খান মুহম্মদ মনির, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাকসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্সিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভিপি ‍সুমন বাপ্পি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল