• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সখীপুরে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২  

টাঙ্গাইলের সখীপুরে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচনে ১১ বছর পর ভোট দিলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ। শুক্রবার সূরীরচালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ৪০৯ ভোট পেয়ে আশীষ-বিশ্বজিৎ পরিষদ বিজয়ী হয়েছে। এ নির্বাচনে ৬৩৫টি ভোটের মধ্যে ৪১৬ টি ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ও কেন্দ্রীয় ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ফ্রান্সিস পাথাং।

এদিকে ভোট গণনার আগে বিকেল চারটার দিকে নির্বাচন প্রত্যাখান করে সখীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন পরাজিত প্রার্থী মানিক-সচীন্দ্র নির্মল পরিষদ।

সংবাদ সম্মেলনে মানিক বর্মণ লিখিত বক্তব্যে বলেন, ৬৩৫ ভোটারের মধ্যে অতিরিক্ত ৩৩২ টি ভোটার রয়েছে যা অবৈধ। এ ছাড়া এটা ছিলো একটি নীল নকশার নির্বাচন তাই আমদের প্যানেল নির্বাচন প্রত্যাখান করেছে।

নির্বাচন কমিশনার ফ্রান্সিস পাথাং বলেন, সুষ্ঠু সুন্দর ও উৎসবমুখর পরিবেশের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৪১৬ টি কাস্টিং ভোটের মধ্যে ৪০৯ ভোট পেয়ে আশীষ- বিশ্বজিৎ পরিষদ বিজয়ী হয়েছে।

আশীষ কুমার বর্মন বলেন, দীর্ঘ এগারো বছর পর ভোট হলো। এতে আমার প্যানেল বিজয়ী করায় এ উপজেলার সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাই-বোনেদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল