• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঘাটাইলে দোকান ও বসতঘর আগুনে পুড়ে ছাঁই

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২২  

টাঙ্গাইলের ঘাটাইলে একটি দোকান ও দুইটি বসতঘর আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। গতকাল শনিবার রাত ৮ টার সময় উপজেলার কমলাপাড়া এলাকায় আগুন লাগার এ ঘটনা ঘটে । এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সুজন মিয়া।

প্রত্যক্ষদর্শী স্থানীয় জানান, শনিবার রাত ৯টার দিকে উপজেলা কমলাপাড়া এলাকায় বিদুৎতের সরবরাহ লাইনের কয়েকটি তারের সংস্পর্শে বৈদুৎতিক সর্ট সার্কিটের সৃষ্টি হয়। এসময় সৃষ্ট আগুনের কুন্ডলি ও তার ছিড়ে বাবুল খানের ভাঙ্গারি দোকানের উপর পড়ে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন রফিকুল ইসলামের বাবুল খানের বসতঘর, গোয়ালঘর ও রান্নাঘরে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী মুকুল মিয়া জানান, আগুন লাগার সাথে সাথেই ৯৯৯ লাইনে ফোন দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসে । স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যা ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

আগুনে একটি ভাঙ্গারির দোকান ও দুটি বসতঘরের একটি রান্নাঘর একটি গোয়ালঘর ও ৪টি ছাগল পুড়ে মারা যায়। বসতঘর ও দোকান মালিক রফিকুল ও বাবুল খানের দাবী আগুনে তাদের নগদ ৩লাখ ১০ হাজার টাকা পুড়ে গেছে। নগদ টাক, ঘর, আসবাপত্র সব মিলিয়ে তাদের ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঘাটাইল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সুজন মিয়া জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সহযোগিতায় প্রায় ২ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। স্থানীয়রা জানিয়েছেন বৈদুৎতিক শর্ট সার্কিটের কারনে আগুনের সূত্র হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল