• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বাসাইলে পুলিশিং ডে অনুষ্ঠিত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২  

কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইলে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় বাসাইল থানার পক্ষ হতে এক র‌্যালী বের করা হয়। র‌্যালিটি বাসাইল থানা হতে যাত্রা শুরু করে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে থানা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সখীপুর সার্কেল এসপি এমএম রকিবুল রাজা। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউস, পৌরমেয়র আব্দুর রহিম আহমেদ, বাসাইল থানার (তদন্ত) কর্মকর্তা আবু হানিফ সরকার,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম,বাসাইল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, সরকারি জোবেদা-রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান আপেল, বাসাইল প্রেসক্লাবের সভাপতি এম শহিদুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র বাবুল আহমেদ,পৌর আ’লীগের সাধারন সম্পাদক প্রদীপ কুমার সরকার সহ প্রমূখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন সেকেন্ড অফিসার টিটু চৌধুরী।

এছাড়াও উক্ত আলোচনা সভায় বাসাইল থানার একাধিক পুলিশ কর্মকর্তা এবং কমিউনিটি পুলিশের একাধিক সদস্য, ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল