• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সখীপুরে টিলা কাটায় দুই মাটি ব্যবসায়ীকে জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২  

টাঙ্গাইলের সখীপুরে টিলা কাটার অপরাধে বিল্লাল হোসেন (৪৫) ও আশরাফ সিদ্দিকী (৩৫) নামের দুই মাটি ব্যবসায়ীকে পৃথক দুটি মামলায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার ১৯ অক্টোবর বিকেলে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। আদালত পরিচালনা করেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আলম।

এ সময় আদালত পাঁচটি মাটি বহনকারী অবৈধ ট্রাক্টর ও একটি খননযন্ত্র আটক করে নিয়ে আসেন। দন্ডপ্রাপ্ত বিল্লাল হোসেন উপজেলার জিতেশ্বরী গ্রামের আবু হাসানের ছেলে এবং আশরাফ সিদ্দিকী উপজেলার কালিয়ান গ্রামের আবুবকর সিদ্দিকীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টিলা কেটে পরিবেশ ধ্বংস করে মাটি বিক্রির অভিযোগ পেয়ে উপজেলার শিরিরচালা ও কালিয়ান গ্রামে ভ্রাম্যমাণ আদালত পৃথক দুটি অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বিল্লাল হোসেনকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই আদালত বসিয়ে পরিবেশ সংরক্ষণ আইনে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে উপজেলার কালিয়ান গ্রামের আশরাফ সিদ্দিকীকেও একই অপরাধে এক লাখ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সখীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল সহায়তা করে।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আলম বলেন, ‘পরিবেশ সংরক্ষণ আইনে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। পাহাড়, টিলা কাটা ও মাটি বিক্রি বন্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল