• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২  

“দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা” প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার ১৩ অক্টোবর সকালে উপজেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

পরে উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে গোপালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অংশগ্রহণে অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মাসুম, ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মো. রফিকুল ইসলাম, টিম লিডার নুরুল ইসলাম প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন পেশার মানুষ উপস্থিতি ছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল