• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঘাটাইলে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২  

২০২২-২৩ অর্থবছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় টাঙ্গাইলের ঘাটাইলে কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরের উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনব্যাপী মেলার উদ্বোধন করেন টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনের এমপি আলহাজ্ব আতাউর রহমান খান ।

এর আগে উপজেলা পরিষদ হল রুমে নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভাঅনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল- ৩ ঘাটাইল আসনের এমপি আলহাজ্ব আতাউর রহমান খান ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঘাটাইল পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশীদ মিয়া,সহকারী কমিশনার (ভূমি) মো: আরিফুর রহমান, উপজেলা পরিষদে মহিলা ভাইস- চেয়ারম্যান মোসা: শহিনা সুলতানা শিল্পী জামুরিয়া ইউপি চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম খান হেস্টিংস,দিগড় ইউপি চেয়ারম্যান মো: ফারুক হোসেন ফণি,ঘাটাইল সদর ইউপি চেয়ারম্যান মো:মিজানুর রহমান হীরা প্রমুখ।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান। এসময় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে কৃষি মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা ।

মেলায় ফলদ বনজ ও ঔষধি গাছ এবং উৎপাদিত কৃষিপণ্য ও বালাই ব্যবস্থাপনা নিয়ে ২৪টি স্টল স্থাপন করা হয়েছে। এ মেলা চলবে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল