• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ধনবাড়িতে গাভির দুই বাছুর দেখতে উৎসুক জনতার ভিড়

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২  

টাঙ্গাইলে একটি ক্রস জাতের গাভির দুইটি বাছুরের জন্ম হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) জেলার ধনবাড়ীর পাইস্কা ইউনিয়নের কয়ড়া মধ্যেপাড়া গ্রামে শামছুল হকের বাড়িতে বাছুর দুটির জন্ম হয়।

বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। উৎসুক জনতা বাছুর দুটি দেখতে শামছুল হকের বাড়িতে জড়ো হচ্ছেন।

গাভীটির মালিক শামছুল হক বলেন, “গাভিটি ছোট থেকে লালন-পালন করে আসছি। গাভিটি স্থানীয় চিকিৎসক দিয়ে বাড়িতেই প্রজনন করা হয়েছিল। মঙ্গলবার সকালে গাভিটি দুইটি বাছুরের জন্ম দেয়। বাছুর দুটি সাদা-কালো রঙের। দেখতে খুব সুন্দর হয়েছে। বাছুর দেখতে এলাকার লোকজন ভিড় করছে।”

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ গোলাম মোর্শেদ বলেন, “গাভি স্বাভাবিকভাবে সাধারণত একটি বাছুর জন্ম দিয়ে থাকে। অনেক সময় কোনো গাভি দুটি বাছুরও জন্ম দেয়। তবে এটা অস্বাভাবিক কিছু নয়।”

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল