• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে অপহরণকারী চক্রের ৭ সদস্য আটক

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২২  

টাঙ্গাইলের বাজিতপুর এলাকা থেকে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সাতজন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব। সোমবার ভোরে অপহরণের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ তাদের আটক করা হয়। এ সময় আব্দুর রহিম নামে অপহৃত এক রাজমিস্ত্রিকে উদ্ধার করে র‌্যাব।

আটককৃতরা হচ্ছে- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রতনগঞ্জ গ্রামের আব্দুল মান্নানের ছেলে জামিল হোসেন সাগর, আদি টাঙ্গাইলের হাবিবুর রহমানের ছেলে শাকিল আহম্মেদ হৃদয়, আলমগীর হোসেনের ছেলে লাবিব খান ও ফজলুল হকের ছেলে রাকিবুল ইসলাম, টাঙ্গাইল সদর থানার গাড়াইল গ্রামের আবু তাহেরের ছেলে হৃদয় হোসেন এবং সখিপুরের ৬ নং ওয়ার্ডের এবাদত হোসেনের ছেলে বাধন ও মোস্তফা কামালের ছেলে রাব্বি খান।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান জানান, টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা আব্দুর রহিম নামে এক রাজমিস্ত্রিকে আসামি জামিল হোসেন কাজের কথা বলে একটি বাসায় নিয়ে যায়। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল চক্রের অন্য সদস্যরা। তারা মারধর করে আব্দুর রহিমের কাছ থেকে নগদ তিন হাজার টাকা ছিনিয়ে নেয় এবং বিকাশের মাধ্যমে বাড়ি থেকে আরো এক লাখ ২০ হাজার টাকা এনে দিতে বলে।

অন্যথায় তাকে হত্যার হুমকি দেয়া হয়। বাধ্য হয়ে টাকার জন্য আব্দুর রহিম তার ছোট ভাইকে ফোন করেন। ছোটভাই বিষয়টি র‌্যাবকে জানালে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চক্রের সাতজন সদস্যকে আটক করে র‌্যাব। এ সময় রশি দিয়ে হাত বাঁধা ও গামছা দিয়ে চোখ বাঁধা অবস্থায় রাজমিস্ত্রি আব্দুর রহিমকে উদ্ধার করা হয়। এ নিয়ে আব্দুর রহিম টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।

অপহরণকারীদের কাছে থেকে দুটি সুইচ গিয়ার চাকু ও তিনটি মোটরসাইকেল, একটি রশি, একটি গামছা, চারটি মোবাইল ফোন ও চারটি সিমকার্ড, দু’টি হাত ঘড়ি ও নগদ ১১ হাজার ৩০টাকা উদ্ধার করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল