• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মির্জাপুরে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৮ জুলাই ২০২২  

টাঙ্গাইলের মির্জাপুরে ফুটওভার ব্রিজের দাবিতে ২ ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে গোড়াই কটন মিলের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই ইউনিয়নের মিলগেইট এলাকায় নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
গোড়াই মিলগেইট এলাকায় ফুটওভার ব্রিজ না থাকায় প্রতিদিন হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে। ফলে এই স্থানে যানজট যেন নিত্যনৈমিত্তিক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দূরপাল্লার যানবাহন চলাচল করা সত্ত্বেও ফুটওভার ব্রিজ না থাকায় ঝুঁকি নিয়ে রাস্তা পার হওয়ায় সময় দুর্ঘটনা ঘটে।
 
কিছু সময় পর পর হাত গাড়ি না থামলে কেউ কেউ দৌড়ে রাস্তা পার হচ্ছে। গোড়াই কটন মিলসের এক শিক্ষার্থী বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মিলগেইট ব্যস্ততম সড়ক। ফুটওভার ব্রিজ না থাকায় আমরা ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হই। ব্রিজ থাকলে আমরা দুর্ঘটনা থেকে রক্ষা পাবো।
 
মহাসড়কে মানববন্ধনের খবর পেয়ে টাঙ্গাইল-০৭ আসনের এমপি খান আহমেদ শুভ ওইস্থানে ফুটওভার ব্রিজ করে দেয়ার আশ্বাস দেন।
 
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা প্রশাসক ড. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কাউসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান, থানা অফিসার ইনচার্জ শেখ মাসুদ করিম, উপজেলা আ.লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্তসহ সড়ক বিভাগের কর্মকর্তারা।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল