• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

গোপালপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন ঘোষণা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২২ জুলাই ২০২২  

টাঙ্গাইলের গোপালপুর উপজেলাকে আনুষ্ঠানিকভাবে ভূমিহীন-গৃহহীন ঘোষণা করা হয়েছে। টাঙ্গাইলের ১২ উপজেলার মধ্যে একমাত্র গোপালপুর এ মর্যাদায় উন্নীত হলো।

বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর তৃতীয় পর্যায়ের আশ্রয়ন প্রকল্পের ১১টি ঘর গৃহহীনদের মধ্যে উপহার দেয়ার মাধ্যমে এ ঘোষণা করা হয়। স্থানীয় প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ঘরের চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক।

অনষ্ঠানে বক্তব্য দেন পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ। এসময় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুবিধাভোগী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইউএনও মো. পারভেজ মল্লিক জানান, এ উপজেলায় ১৯৪টি ভূমিহীন-গৃহহীন পরিবার জমিসহ ঘর পেয়েছেন। দেওয়া হয়েছে ঘরের চাবি, জমির দলিল, নামজারি খতিয়ান ও ডিসিআরের কপি। পেয়েছেন বিদ্যুৎ সংযোগ ও পানিসহ নানা সুবিধা। ভবিষ্যতে আরও ভূমিহীন-গৃহহীন পরিবার পাওয়া গেলে তাদের জমি ও ঘরের ব্যবস্থা করা হবে।
 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল