• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সখীপুরে ৪০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ জুন ২০২২  

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে ডিবি (দক্ষিন)। ১৮ জুন শনিবার টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয় থেকে এ তথ্য জানিয়েছেন।

টাঙ্গাইল ডিবি পুলিশের (দক্ষিন) অফিসার ইনর্চাজ মো: দেলওয়ার হোসেনের দিক নির্দেশনায় সখীপুর উপজেলার তক্তারচালা এলাকায় এসআই মোঃ রাইজ উদ্দিনের নেতৃত্বে এসআই মোঃ আলমগীর হোসেন, এএসআই মোঃ নজরুল ইসলাম, কনস্টেবল মোঃ জামাল উদ্দিন, মোঃ মেহেরুল ইসলাম, মোঃ মাসুদ রানা, মোঃ শফিকুল ইসলাম এবং মোঃ আলী হোসেন মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বড় কাঞ্চনপুর এলাকার মো: জাহাঙ্গীর আলমের ছেলে মো: রাইসুল ইসলাম (২৮), টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাটুভাঙ্গা চিতেশ্বরী এলাকার মো: বাছেদ খানের মো: উজ্জল খান (৩৩) ও শেরপুর জেলার নালিতাবাড়ি থানার সন্ন্যাসী ভিটা এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে মো: নয়ন হোসেন (২০)।

এসময় তাদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ টাকা।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল