• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

তিনটি বিষয়ে প্রথম হয়েছে অনন্য অপরাহ্ণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ মে ২০২২  

সখীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় তিনটি বিষয়ে প্রথম হয়েছে অনন্য অপরাহ্ণ।

বুধবার উপজেলা সভা কক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অপরাহ্ণ সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী হিসেবে প্রতিযোগিতায় অংশ নেয়। স্কুল পর্যায়ে খ বিভাগের প্রতিযোগী হিসেবে সে কবিতা আবৃত্তি, রবীন্দ্রসংগীত ও পল্লীগীতিতে অংশ নিয়ে তিনটিতেই প্রথম হয়েছে।

উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন অপরাহ্ণের এই কৃতিত্বে বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, তার এই কৃতিত্বে আমরাও গর্বিত ও আনন্দিত। এর আগেও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সে কৃতিত্ব অর্জন করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে।
 
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুল ইসলাম বলেন, সৃজনশীল কাজ শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে সহায়ক। জাতীয় শিক্ষা সপ্তাহ তিনটি বিষয়ে প্রথম হওয়া কঠিন ও সাধনার বিষয়। তাকে অভিনন্দন ও শুভেচ্ছা। ভবিষ্যতেও সে তার এই কৃতিত্বের ধারা অব্যাহত রাখবেন বলেও আশা প্রকাশ করেন। অপরাহ্ণ পড়ালেখায়ও যাতে কৃতিত্ব অর্জন করতে পারে তার জন্য। সকলের দোয়া চেয়েছেন।


 
 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল