• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

গোপালপুরে ট্রেনের ধাক্কায় অটোরিকশা খাদে, প্রাণ হারালো বৃদ্ধ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৫ মে ২০২২  

টাঙ্গাইলের গোপালপুরের হেমনগর রেল স্টেশনের কাছে ভোলারপাড়া অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের সাথে অটোরিকশাতে থাকা খালেক (৫০) নামের এক যাত্রী নিহত হয়েছে।

এ ঘটনায় অটোরিকশার চালক সহ গুরুত্বর আহত হয়েছেন আরো দুইজন। শনিবার (১৪ মে) সন্ধ্যায় এদুর্ঘটনা ঘটে। নিহত খালেক কোহিনুর কেমিক্যাল কোম্পানিতে চাকরি করতেন।


তার বাড়ি উপজেলা লুটুরচর গ্রামে। আহতদের উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
স্থানীয়রা জানান, আজ সন্ধ্যার দিকে ব্যাটারিচালিত অটোরিকশাটি রেলক্রসিং পাড় হওয়ার সময় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন থেকে ছেড়ে আসা সরিষাবাড়িগ্রামী লোকাল ট্রেনের সাথে ধাক্কা লাগে।
 
এসময় গুরুত্ব আহত অবস্থায় আব্দুল খালেককে হেমনগর হক ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুইজনকে চিকিৎসার জন্য জন্য গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

এ বিষয়ে গোপালপুর থানা অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেনে বলেন, উপজেলার হেমনগরের ভোলারপাড়া রেলক্রসিং এ অটোরিকশা পাড় হওয়ার সময় বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ছেড়ে আসা সরিষাবাড়িগ্রামী ট্রেনের সাথে ধাক্কা লাগলে অটোরিকশার এক যাত্রী নিহত হয়। আহত হয় দুইজন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল