• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ মে ২০২২  

টাঙ্গাইলে বর্ণাঢ্য র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে বিশ্ব রেড ক্রিসেন্ট (রেড ক্রস) দিবস উদযাপন করা হয়েছে।

রোববার ৮ মে সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিট এ দিবসের আয়োজন করে।

এ উপলক্ষে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী এমএ রৌফ, কার্যনির্বাহী সদস্য সুভাস চন্দ্র সাহা, সালাউদ্দিন হায়দার, সেলিনা আক্তার, ইউনিট লেবেল অফিসার এটিএম জিয়াউল আহসান, টাঙ্গাইল ইউনিটের যুব প্রধান আল আমিন প্রমুখ। এসময় রেড ক্রিসেন্ট সোসাইটির টাঙ্গাইল শাখার কর্মকর্তা, কর্মচারি ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৮২৮ সালের এই দিনে রেড ক্রিসেন্ট(ক্রস) এর প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্ম গ্রহন করেন। এই মহান ব্যক্তিকে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য প্রতিবছর তার জন্মদিনটিকে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে সারা বিশ্বে উদযাপন করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল