• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বাসাইলে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬০ হাজার টাকা জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২২  

টাঙ্গাইলের বাসাইলে বংশাই নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

(২১ এপ্রিল) বৃহস্পতিবার উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পূর্বপৌলী এলাকায় বংশাই নদী তীরে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নুরেন। এসময় একজনকে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে কাঞ্চনপুর ইউনিয়নের লাভু নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা ও বাসাইল সদর ইউনিয়নের নাইকান বাড়ির আব্দুল আলীম নামের এক ব্যক্তিকে বালুমহল ও মাটি ব্যবস্থা আইনে ১০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।

ভুক্তভোগী স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলেন। স্থানীয় প্রশাসন তাদের নিষেধ করার পরও থামেনি তারা। খবর পেয়ে আজ ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় অন্যরা পালিয়ে গেলেও লাভু একজনকে অর্থদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন বলেন, অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থা আইনে দুই জনকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল