• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

গোপালপুরে ভয়াবহ আগুন, ঔষধের দোকানসহ আসবাবপত্র পুড়ে ছাই

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২১ মার্চ ২০২২  

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের চরচতিলা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার বেলা ১১টায় চরচতিলা বাজারে পুরোনো দোকানে রাখা খড়ের গাদার পাশে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।

এসময় চরচতিলা বাজার বনিক সমিতির সভাপতি ডাঃ আবুল কালামের ঔষধের দোকানে রাখা নগদ ৫২ হাজার টাকা সহ প্রায় ১২ লাখ টাকার ঔষধ, খোদাবক্সের দোকানে রাখা একটি ইবাইক, ব্যবসায়ী শুকুর মাহমুদের একটি পরিত্যক্ত দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

চরচতিলা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শুকুর মাহমুদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে খড়ের গাদার মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল