• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মির্জাপুরে কয়লা তৈরির ১৯ চুল্লি ধ্বংস ও জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ মার্চ ২০২২  

টাঙ্গাইলের মির্জাপুরে বনের গাছ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরির দায়ে এক চুল্লি মালিককে ৪০ হাজার টাকা জরিমানা ও কয়লা তৈরির কাজে ব্যবহৃত ১৯টি অবৈধ চুল্লি ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে উপজেলার আজগানা ও মহিষবাতান এলাকায় ৪ ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে ১৯টি চুল্লি ধ্বংস এবং এক চুল্লি মালিককে ৪০ হাজার টাকা জরিমান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, ৪ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ১৯টি চুল্লি ধ্বংস করা হয় এবং এক চুল্লি মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল