• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মির্জাপুরে অবৈধভাবে নদী তীরে মাটি কাটার অপরাধে ৩ লাখ টাকা জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২ মার্চ ২০২২  

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে নদী তীরের মাটি কাটার অপরাধে মাটি ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১ মার্চ) উপজেলার গোড়াই ইউনিয়নের খামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ রায় দেন ভ্রাম্যমাণ আদালতে বিচারক মো. জুবায়ের হোসেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খামারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নদী তীরের মাটি অবৈধভাবে কাটার অপরাধে ওই ইউনিয়নের থ্রী স্টার এন্টারপ্রাইজের মালিক মো. শওকত আলীকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন জানান, অবৈধভাবে নদী তীরের মাটি কাটার অপরাধে অসাধু মাটি ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অসাধু মাটি ব্যবসায়ী কাউকে ছাড় দেয়া হবে না। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল