• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলের সবচেয়ে বড় সরিষার হাট গোপালপুরে

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২২  

উত্তর টাঙ্গাইলের সবচেয়ে বড় সরিষার হাট গোপালপুর বাজারের শতবর্ষ পুরানো হাটে গরু, ছাগল, ধান এর পাশাপাশি সরিষা ক্রয়-বিক্রয় জন্য বিখ্যাত। গোপালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষকরা এসে তাদের কৃষিজাত যেমন ধান পাট সরিষা পণ্যের বিক্রি করে থাকে। সরিষার সিজেন এলে গোপালপুর হাটের সরিষা ক্রেতা-বিক্রেতা অনেক বেশি বেড়ে যায়। অন্যান্য জেলা থেকে এসেও সরিষা ক্রয় করে বিভিন্ন সরিষা মিল ব্যবসায়ীরা।

গোপালপুরের সরিষা মিল ও তেল ব্যবসায়ী মোঃ আলী জানান সয়াবিন তেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে সাধারণমানুষ ভোজ্য তেল সরিষার তেল খেতে শুরু করেছে, তাই সরিষার দাম কয়েকগুণ বেড়ে গেছে।

গোপালপুর সরিষা ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম জানান বিগত বছরের থেকে এবার সরিষার মূল্য সবচেয়ে বেশি, এবং তুলনামূলকভাবে এবার আমরা সরিষা বেশি ক্রয় করতে পারতেছি।

ধোপাকান্দি ইউনিয়ন এর বাড়ি গ্রামের কৃষক মোঃ লুৎফর জানান সরিষা আবাদে এবার সর্বোচ্চ মূল্যে সরিষা বিক্রি করতে পেরেছি। তবে আমরা সবসময়ই গোপালপুর হাটেই সরিষা ও ধান পাট বিক্রয় করে থাকি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল