• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতীতে ট্রেনের ধাক্কায় শালা-দুলাভাইয়ের মৃত্যু

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২২  

বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় টাঙ্গাইলের কালিহাতীতে দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। তারা হলেন- উপজেলার এলেঙ্গা পৌর এলাকার সাতুটিয়া গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে মোতালেব হোসেন (৪৫) ও একই এলাকার মৃত হারুনুর রশিদের ছেলে মাসুম (৩০)। এরা সম্পর্কে মামাতো শালা-দুলাভাই। শনিবার (২২ জানুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মোতালেব হোসেন ও মাসুম সম্পর্কে মামাতো শালা-দুলাভাই। তারা উভয়ই মোটরসাইকেল নিয়ে উপজেলার হাতিয়া এলাকায় মাসুমের বোনের বিয়ের দাওয়াত খেতে গিয়েছিল। খাওয়া-দাওয়া শেষে বাড়ি ফেরার পথে হাতিয়ায় অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিল। পথিমধ্যে ঢাকাগামী খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে তারা দুইজনেই মারা যান।

এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এএসআই সবুর সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি যে তারা দুজনে বিয়ের দাওয়াত খেয়ে রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। এসময় রেল ক্রসিং পার হতে গিয়ে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ হারায়। এ বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়া নিহতদের মরদেহ স্বজনরা নিয়ে গেছেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল