• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইল-৭: শপথ নিলেন নব-নির্বাচিত এমপি শুভ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২২  

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপ-নির্বাচনে নব-নির্বাচিত সংসদ সদস্য খান আহমেদ শুভ শপথ বাক্য পাঠ করেছেন। শনিবার (২২ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে এই শপথ বাক্য পাঠ করান। এসময় শপথ বাক্য পরিচালনা করেন- সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব তন্দ্রা শিকদার।

এসময় শপথ অনুষ্ঠানে সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী প্রমুখসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথ বাক্য শেষে খান আহমেদ শুভ এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এদিকে জানা যায়, গত ১৬ জানুয়ারি ওই শন্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে খান আহমেদ শুভ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে তিনি ১ লাখ ৪ হাজার ৫৯ ভোট পেয়ে বিপুুল ভোটে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি (জাপা) প্রার্থী জহিরুল ইসলাম জহির লাঙ্গল প্রতীকে মাত্র ১৬ হাজার ৭৭৩ ভোট পান।

প্রসঙ্গত প্রকাশ, গত বছরের ১৬ নভেম্বর সংসদ সদস্য মো. একাব্বর হোসেন মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। আসনটিতে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৪০ হাজার ৩৭৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬৯ হাজার ৮৭৮ ও নারী ভোটার এক লাখ ৭০ হাজার ৫০১ জন। তাদের মধ্যে তৃতীয় লিঙ্গের পাঁচ জন ভোটার রয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল