• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঘাটাইলে কালাজ্বর নির্মূল কর্মসূচি’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২২  

টাঙ্গাইলের ঘাটাইলে কালাজ্বর নির্মূল কর্মসূচি’র একদিনের এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে জাতীয় কালাজ্বর নির্মূল কর্মসূচি (এনকেইপি) আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সাইফুর রহমান খানের সভাপতিত্বে অবহিতকরন সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, পৌরসভার মেয়র আব্দুর রশিদ মিয়া, ডাঃ আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, সাংবাদিক নজরুল ইসলাম প্রমূখ।

এইচপিএনএসপি’র সহযোগিতায় অনুিষ্ঠত সভায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার কালাজ্বর নির্মূল কর্মসূচির (এনকেইপি) ডাটা ম্যানেজার পঙ্কজ কুমার ঘোষ, সার্ভিলেন্স মেডিক্যাল অফিসার ডাঃ আলিমা আফরিন, এন্টোমলজিক্যাল সার্ভিলেন্স এক্সপার্ট দিলরুবা শাহরিন কবীর কর্মসূচির বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং করনীয় বিষয়ে ধারনা প্রদান করেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল