• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

শীতকালের সবজিতে ভরপুর টাঙ্গাইলের পার্ক বাজার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২২  

টাঙ্গাইলের পার্ক বাজারে বেড়েছে সবজির সরবরাহ। এরপরও দাম চড়া বলে অভিযোগ ক্রেতাদের। প্রকারভেদে কেজি প্রতি দাম বেড়েছে ৪ থেকে ৫ টাকা পর্যন্ত।
 
বাজারে পর্যাপ্ত সবজির সরবরাহ রয়েছে। এরপরও বেশিরভাগ সবজির দাম চড়া। প্রকারভেদে প্রতি কেজি সবজিতে বেড়েছে ৪ থেকে ৫ টাকা পর্যন্ত। এতে কৃষক লাভবান হলেও অসন্তুষ্ট ক্রেতা।

এদিকে বাজারের নানা অব্যবস্থাপনা এবং সমস্যার কথা জানিয়ে সমাধান চাইলেন টাঙ্গাইল পার্ক বাজারের ইজারাদার দেল মোহাম্মদ।
 
প্রতিদিন এ বাজারে ৫ হাজার দোকানে প্রায় ২ কোটি টাকার সবজি বেচাকেনা হয়।

পাইকারি দরে ফুলকপি ১০ থেকে ১২টাকা, ছোট সাইজের ফুলকপি ৭ থেকে ৮ টাকা, শিম প্রতি কেজি ৩২ থেকে ৩৫ টাকা, টমেটো ৩০টাকা, নতুন আলু ১৩ থেকে ১৫ টাকা, লালশাক ২০টাকা, বেগুন ৩০ টাকা, পালংশাক ২০ টাকা, করলা ৫০ টাকা, পেঁয়াজ ৩২ থেকে ৩৫ টাকা ও সজনেপাতা ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল