• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ময়মনসিংহকে ২৮ রানে হারিয়ে টাঙ্গাইল ক্রিকেট দল চ্যাম্পিয়ন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২২  

ইয়াং টাইগার জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় টাঙ্গাইল জেলা (অনুর্ধ্ব-১৪) ক্রিকেট দল ২৮ রানে ময়মনসিংহ জেলা (অনুর্ধ্ব-১৪)ক্রিকেট দলকে হারিয়ে ঢাকা বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। 

রোববার (৯ জানুয়ারী) সকালে ময়মনসিংহ স্টেডিয়ামে টাঙ্গাইল জেলা (অনুর্ধ্ব-১৪)ক্রিকেট দলের সাথে স্বাগতিক ময়মনসিংহ জেলা (অনুর্ধ্ব-১৪) ক্রিকেট দলের সাথে বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় টাঙ্গাইল জেলা টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করে ৪২.৫ ওভারে ১০ উইকেট হারিয়ে ১২৫ রান করে। দলের পক্ষে আসানুল হক ৭৩ বলে সর্বোচ্চ ৪৯ রান করে। বিজিত ময়মনসিংহ জেলা দলের পক্ষে রিদয়ান ২২ রানে ৩টি উইকেট দখল করে। জবাবে ময়মনসিংহ জেলা(অনুর্ধ্ব-১৪) ক্রিকেট দল ৪৬.১ ওভারে ১০ উইকেট হারিয়ে ৯৭ রান করলে টাঙ্গাইল জেলা(অনুর্ধ্ব-১৪) ক্রিকেট দল ২৮ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।
দলের পক্ষে শাহাদুল সাফি সর্বোচ্চ ৩৮ রান করে। বিজয়ী টাঙ্গাইল জেলা দলের আল রাফি ১০ ওভারে বোলিং করে মাত্র ৯ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করে দলের বিজয়ে সহায়তা করে।

উল্লেখ্য, ঢাকা বিভাগীয় পর্যায়ে ৯টি জেলার অনুর্ধ্ব-১৪ ক্রিকেট দল গ্রুপ ভিত্তিক টুর্নামেন্টে অংশগ্রহন করে। গ্রুপ পর্যায়ে টাঙ্গাইল জেলা দল চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে গাজীপুর জেলা (অনুর্ধ্ব-১৪) ক্রিকেট দলকে ২৫ রানে হারিয়ে ফাইনালে উঠেছিলো। চ্যাম্পিয়ন টাঙ্গাইল জেলার কোচ ছিলেন আরাফাত রহমান। এ খেলায় আম্পায়ার ছিলেন নাসির উদ্দিন আহমেদ ও সুজিত দে এবং স্কোরার একেএম সফিউল্লাহ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল