• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:

টাঙ্গাইলে ওয়ালটনের আয়োজনে ঘোড়দৌড় প্রতিযোগিতা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২২  

ইলেকট্রনিক জায়ান্ট ওয়ালটন গ্রুপের সহযোগিতায় টাঙ্গাইলের মধুপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার আকাশী গ্রামে শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক ও রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসান।

এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে মধুপুরসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ উপস্থিত হন। এ ধরনের প্রতিযোগিতা প্রতি বছর আয়োজন করার দাবি জানান দর্শক। দাবির পরিপ্রেক্ষিতে প্রতি বছরই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করার আশ্বাস দিয়েছেন আয়োজক কমিটির সদস্যরা।

জামালপুর থেকে ঘোড়দৌড় দেখতে আসা মনির হোসেন বলেন, ‘এই প্রথম আকাশী গ্রামে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে এসেছি। আমার মতো হাজার হাজার মানুষ এ প্রতিযোগিতা দেখতে এসেছে। সুন্দর ও মনোরম পরিবেশে এখানে এসে আমার খুব ভাল লাগছে।’

অপর দর্শক সোলায়মান হাসান বলেন, ‘গত ৩৫ বছর ধরে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখি। এ প্রতিযোগিতার নাম শুনলে ঘরে বসে থাকতে পারি না। আকাশী গ্রামেও পরিবার পরিজন নিয়ে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে এসেছি। এখানে প্রতি বছরই এ প্রতিযোগিতার আয়োজন করা হোক।’

শেরপুর থেকে আসা প্রতিযোগী হাসমত আলী বলেন, ‘আমার বাবা ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিতেন। তিনি মারা যাওয়ার পর তার স্মৃতি ধরে রাখতে আমিও ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নেই। যেখানেই প্রতিযোগিতার আয়োজন করা হোক না কেন, আমি শুনলেই সেখানে গিয়ে অংশ নেই। জয় পরাজয় কোনো বিষয় না। প্রতিযোগিতায় অংশ নিতেই ভাল লাগে।’

আয়োজক কমিটির সদস‌্য বাবুল আহমেদ জানান, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সহযোগিতায় আকাশী এলাকায় বঙ্গবন্ধু ক্লাবের পক্ষ থেকে ১৩ বছর ধরে এই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। প্রতি বছরই এই আয়োজনে ওয়ালটন সার্বিক সহযোগিতা করে। এ বছর ৮ ক্যাটাগরিতে ঘোড়দৌড় প্রতিযোগিতায় ১১০টি ঘোড়া অংশ নেয়। এদের মধ্যে ৩০টি ঘোড়ার মালিককে পুরস্কার প্রদান করা হয়েছে।

প্রতিযোগিতার সূচনা দিনে আরো উপস্থিত ছিলেন ওয়ালটনের মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড সিএমও ফিরোজ আলম, চিফ সার্ভিস অফিসার মোজাহিদুল ইসলাম।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল