• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
ফুলবাড়ীতে নলকূপ বসানোর সময় বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল মিস্ত্রীর বকশীগঞ্জে কয়েলের আগুনে পুড়ে মিলনের তিনটি গরু অঙ্গার! সরকার হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে বদ্ধপরিকর-ধর্মমন্ত্রী ডা. জাকির হোসেন: উচ্চ রক্তচাপ রোগের একজন নিরলস চিকিৎসা কর্মবীর বকশীগঞ্জে সাবেক বনাম বর্তমান মেয়রের সমর্থকদের মাঝে মারামারি,আহত-৩ তীব্র তাপপ্রবাহ: শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা ন্যাশনাল রোমিং এর সুবিধায় রবি নেটওয়ার্কেও চলবে টেলিটক সিম অনুষ্ঠিত হলো শিল্পী সমিতির নির্বাচন; কত জন ভোট দিলেন? তীব্র তাপদাহেও যেভাবে ঘর থাকবে কনকনে ঠান্ডা মানবদেহে সরিষা যেভাবে অ্যান্টি-অক্সিডেন্ট তৈরি করে!

টাঙ্গাইলে তিন ওষুধ ব্যবসায়ির জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২২  

টাঙ্গাইলের তিনটি ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। রেজিষ্ট্রেশন বিহীন ওষুধ ও বেশি দামে সার্জিক্যাল সামগ্রী বিক্রির অভিযোগে শহরের সাবালিয়া এলাকার ট্রমা মেডিকেল শপ, মাস্টার মেডিসিন কর্ণার ও মুগ্ধ মেডিসিন কর্নারে অভিযান পরিচালিত হয়।

শনিবার (৮ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সূচী রাণী সাহা অভিযান পরিচালনা করেন।
 
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সূচী রাণী সাহা জানান, রেজিষ্ট্রেশনবিহীন ওষুধ ও বেশি দামে সার্জিক্যাল সামগ্রী বিক্রির অভিযোগে সাবালিয়ার তিনটি ওষুধের দোকানে অভিযান পরিচালিত হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ায় ১৯৪০ সালের ওষুধ আইনের ১৮ ধারা অপরাধে ২৭ ধারায় ট্রমা মেডিকেল শপকে ৪০ হাজার, মুগ্ধ মেডিসিন কর্নারকে ৫ হাজার ও মাস্টার মেডিসিন কর্ণারে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক নার্গিস আক্তার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল