• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

গোপালপুরে দশটাকা কেজি দরের ১১১ বস্তা চাল আটক

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১  

টাঙ্গাইলের গোপালপুরে প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচির দশ টাকা কেজি দরের ১১১ বস্তা চালসহ খালি বস্তা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর উপজেলার নগদা শিমলা এলাকায় অভিযান পরিচালনা করে চাল উদ্ধার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা।

জানা যায়, নগদা শিমলা বাজারের চাল ব্যবসায়ী বিপ্লব হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের ৬৯ বস্তা এবং বস্তা ভেঙ্গে বানানো ৫০ কেজি ওজনের ১৬ বস্তা চাল ও খালি বস্তা আটক করা হয়। পরবর্তীতে নগদা শিমলা বাজারের চাল ব্যবসায়ী আয়নাল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বস্তা ভেঙ্গে বানানো ৫০ কেজি ওজনের ২৬ বস্তা চাল উদ্ধার আটক করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চাল ব্যবসায়ীরা পালিয়ে যায়।
 
এ সময় পুলিশ সদস্য, প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা খাদ্যবান্ধব কর্মসূচির চাল আটক করতে সমর্থ হই। নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল