• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইল-৭ উপনির্বাচনে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আ.লীগের শুভ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১  

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রবিবার বিকালে নির্বাচন কমিশন অফিস ঢাকার আগারগাঁও এ আপিলের দীর্ঘ শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার নেতৃত্বে গঠিত ৫ সদস্যের বেঞ্চ তার মনোনয়ন বৈধ ঘোষণা করে বলে জানান খান আহমেদ শুভ।

আপিল শুনানিতে আইনজীবী হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবিএম রিয়াজুল কবীর কাওসার ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ।

গত ২০ ডিসেম্বর ঋণ খেলাপির দায়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান আওয়ামী লীগ প্রার্থী খান আহমেদ শুভর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।

এদিকে আপিলে খান আহমেদ শুভর মনোনয়ন ফিরে পাওয়ার খবরে মির্জাপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বিকালে শহরে মোটরসাইকেল শোভাযাত্রাসহ আনন্দ মিছিল বের করে। অনেকে ফেসবুকে স্ট্যাটার্স দিয়ে খান আহমেদ শুভকে অভিনন্দন জানান।

উপনির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীসহ ৭ জন মনোনয়নপত্র জমা দেয়। এদিন ১ শতাংশ ভোটার তালিকায় গড়মিল থাকায় বাংলাদেশ বৈরাবরি পার্টির পীর সৈয়দ আলমগীর হোসেন, স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম ও আরজু মিয়ার মনোয়নপত্র বাতিল করা হয়।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর এ আসনের সংসদ সদস্য একাব্বর হোসেন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ৩০ নভেম্বর এই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচনি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ১৬ জানুয়ারি শূন্য আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল