• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ধর্ম ব্যবসায়ীরা মানুষকে বিভ্রান্ত করতে চায়: কৃষিমন্ত্রী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১  

কৃষিমন্ত্রী ডঃ মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আমাদের এই বাংলাদেশে বর্তমান সময়ে সকল ধর্ম-বর্ণের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। দেশের ধর্মান্ধগোষ্ঠী ও ধর্ম ব্যবসায়ীরা মানুষকে বিভ্রান্ত করতে চায়, শান্তি নষ্ট করতে চায়। তাদের প্রতিহত করে আমরা শাস্তিপূর্ন অবস্থান ধরে রাখবো।
 
শুক্রবার (২৪ ডিস্মেবর) দুপুরে টাঙ্গাইলের মধুপরের জলছত্র ধর্মপল্লীতে যিশুখ্রিস্টের জন্মদিন ও খ্রিস্টার্ন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ সময় কৃষি মন্ত্রী খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন।

পরে যিশুখ্রিস্টের জন্মদিন ও শুভ বড়দিন উপলক্ষে কেক কাটা হয় এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সকল ধর্মের লোকজন উপস্থিত ছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল