• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বাসাইলে শিখন কেন্দ্রের উদ্বোধন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২১  

“এসো সবাইল লিখি পড়ি, আলোকিত জীবন গড়ি” প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের বাসাইলে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম পিইডিপি-৪ শিখন কেন্দ্র উদ্বোধন কর হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার দাপনাজোর এলাকায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে যৌথ উদ্যোগ এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই শিখন কেন্দ্রের উদ্বোধন করা হয়।

শিখন কেন্দ্রের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও টাঙ্গাইল-০৮ আসনের সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, টাঙ্গাইল উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারি পরিচালক এ. কে. এম বজলুর রশীদ তালুকদার, ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক, টাঙ্গাইল উদয়ের নির্বাহী পরিচালক দে সুধীর চন্দ্রসহ প্রমুখ।

এসময় ৩০জন শিক্ষার্থীদের হতে নতুন বই তুলে দেয়া হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল